বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

নেত্রকোণায় আগুনে পুড়ল ২৫টি দোকান, ক্ষতিগ্রস্থ অর্ধশত

নেত্রকোণা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার মদন উপজেলা পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধশত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের কাপড়পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন।

কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে আশপাশের দোকানে ছাড়িয়ে পড়ে। আগুনে অন্তত ২৫টি কাপড়ের দোকান পুড়ে যায়। এছাড়া মালামাল স্থানান্তরিত করতে গিয়ে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে উপজেলার উচিতপুর গ্রামের ছানা মিয়া আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মদন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সম্পূর্ণ ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামছুল আলম শাহ জানান, বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটটিতে ছয় শতাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনে সব মিলে তাদের প্রায় ১৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।