শিরোনাম

দিনাজপুর, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠির ১৩১টি পরিবারের মধ্যে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায় দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুফলভোগীদের মধ্যে এসব ছাগল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম, উপজেলা ভেটেরিনারী সার্জন মো. রাশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিষ্ণু পদ রায়, ফির্ল্ড ফেসিলিটেটর জ্যোস্না হাসদা ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক লাথলিউস মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে সমতল ভূমিতে বসবারত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩১ টি পরিবারের মধ্যে পরিবার প্রতি দু'টি করে মোট ২৬২টি ছাগল, প্রতি জনকে ০৫ টি করে ফ্লোর ম্যাট, ছাগলের ঘর নির্মাণের জন্য ৪টি করে পিলার, ২টি করে টিনসহ গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।