বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৩২

দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ

ছবি : বাসস।

দিনাজপুর, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীদের মধ্যে ২২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় দিনাজপুর শহরে নিমনগর বিশ্ব-রোডসংলগ্ন অ্যাপটাচ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির যুগ্ম-পরিচালক (শাখা কার্যক্রম) ও সৈয়দ লোকমান আহমেদ। 

এসময় আঞ্জুমান মফিদুল ইসলামের প্রধান কার্যালয়ের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (সিভিল) মো. শামসুজ্জামান এবং ব্রাঞ্চ অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অর্ডিনেশন অফিসার মো. শামসুল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয় বরং পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা। 

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ২২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।