বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৯:২৮

কুমিল্লায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : বাসস।

কুমিল্লা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার হোমনা উপজেলার কাশিপুর এলাকায় দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন মনোয়ার সরকার। এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করাই আমার লক্ষ্য। সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ পৌঁছে দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি তৃণমূল পর্যায়ের মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন। প্রধান বক্তা ছিলেন, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। এ সময় ৭ নম্বর ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, শ্রীমদ্দি বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।