শিরোনাম

নাটোর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : মোবাইল ইমো হ্যাকিংসহ অনলাইন প্রতারণা প্রতিরোধে জেলার লালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে এ সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পুলিশের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র, লালপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল ইসলাম হাসিব এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রতারণার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে উঠেছে অনলাইন মাধ্যম। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন, তাদের সম্মানহানী হচ্ছে। লালপুর এই প্রতারণার অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি ২০ জন হ্যাকারকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কারণে গ্রেপ্তার করা হয়েছে।
তারা বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে হ্যাকিংসহ সব ধরণের অনলাইন প্রতারণা প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে কঠোরভাবে আইনের প্রয়োগ করতে।