বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৫:১৫

খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও সমন্বিত চাষাবাদ বিষয়ে কর্মশালা

পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদ বিষয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদ বিষয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট (ICIMOD) এর অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমুল এর আয়োজনে আজ বুধবার সংস্থার আশীষ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সস্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।

এতে বক্তব্য দেন, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদাত হোসেন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন, প্রকল্প এলাকার হেডম্যান, কারবারী ও প্রকল্পের সুবিধাভোগীরা।

কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল, টেকসই ও জেন্ডার সমতা ও সামাজিক অর্ন্তভুক্তিমূলক কৃষি অনুশীলন, কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রকৃতি নির্ভর সমাধানসহ কৃষিবান্ধব পরিবেশ পদ্ধতি প্রচারের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি কৃষি বিশেষজ্ঞরা পাহাড়ে তামাক চাষের আগ্রাসন, সেগুনসহ প্রাণ প্রকৃতি বিনাশী চাষাবাদের হুমকী তুলে ধরেন।

উল্লেখ্য যে, চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের ডিসেম্বরে পর্যন্ত ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট (ICIMOD) সহায়তায় স্থানীয় কৃষকদের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদে সহায়তা দেয়া হবে।