শিরোনাম

কুড়িগ্রাম, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম ফের সক্রিয় করার লক্ষ্যে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক রাগিব পাটোয়ারি, ওয়ারিয়াস অফ জুলাইয়ের আহ্বায়ক সফিকুল ইসলাম, দ্যা রেড জুলাইয়ের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান, ভূরুঙ্গামারী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী শ্রাবণসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সাম্যের চেতনা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় আরও জানানো হয়, আগামী দিনে আন্দোলনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে।