বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৩:৫৩

সাজেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের মাসালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবার সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। 

বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এই পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান মাসালং বাজারের বিশুদ্ধ পানি পয়েন্টটির উদ্বোধন করেন।

এ সময় মাসালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। মাসালং বাজারের পানি পয়েন্টের সমস্যাটি বাঘাইহাট জোনের উদ্যোগে সমাধান করা হয়েছে। নতুনভাবে সুপেয় পানি নিয়মিত পাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

তিনি বলেন, পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।