বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৩:২১

নাটোরে জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ

নাটোরে জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু। ছবি: বাসস

নাটোর, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল নয়টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে একাদশ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।

প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী প্রতি ব্যাচের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন ৫০ জন করে পুলিশ সদস্য।

প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, সংবিধান, আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোটকেন্দ্রের দায়িত্ব পালন, মোবাইল টিমের সঙ্গে যোগাযোগ ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে প্রশিক্ষণ গ্রহনকারী পুলিশ কর্মকর্তাবৃন্দ রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, ইতোমধ্যে দশটি ব্যাচে জেলা পুলিশের ৫০০ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মোট এক হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।