বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৯

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

রাজশাহীর রাজপাড়া থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৫। ছবি: বাসস

রাজশাহী, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুল ইসলামকে (৩১) আটক করেছে র‌্যাব-৫। 

গতকাল সোমবার বিকেলে নগরের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিয়াজুল দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর তিয়ারপুরি গ্রামের মুনসুর ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল জানতে পারে অভিযুক্ত ব্যক্তি রাজপাড়া থানাধীন আরএমপি হেডকোয়ার্টার্সের পাশে রাস্তার উপর অবস্থান করছে। পের র‌্যাবের ওই দলটি সেখানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ৪ হাজার ৫০০ টাকাসহ চক্রের মূলহোতা রিয়াজুলে আটক করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক রিয়াজুল ও পলাতক অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মহানগর এবং আশেপাশের এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। রিয়াজুলকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।