বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১২:০২

ভোট রক্ষা মানে দেশ রক্ষা : পঞ্চগড়ের ডিসি

পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। ফাইল ছবি

পঞ্চগড়, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : উত্তরের জেলা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক উপসচিব কাজী সায়েমুজ্জামান। 

যোগদানের আগে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জেলা প্রশাসক হিসেবে আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করাটাই আমার এই মুহূর্তে প্রধান লক্ষ্য। নির্বাচনের মতো চ্যালেঞ্জিং একটা কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, ভোট রক্ষা মানে দেশ রক্ষা।

গতকাল সোমবার সন্ধ্যায় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে এ বার্তা দেন তিনি।

তিনি লিখেছেন, ভোটরক্ষা করা আমার উপর অর্পিত পবিত্র আমানত। আমি ব্যক্তিগতভাবে কখনো কারো আমানদারিতা নষ্ট করিনি। সরকারি চাকরিতে এসেও কাউকে কোনোদিন নিজের বদলির বা পোস্টিংয়ের জন্য তদবির করিনি। যেখানে পোস্টিং দিয়েছে সেখানে গিয়ে কাজ করেছি। মানুষের মন জয় করেছি। এবারও আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে বদ্ধপরিকর। আমি একজন প্রফেশনাল ব্যুরোক্রেট। আপনারা আমার ওপর ভরসা করতে পারেন।

পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, গত ৯ নভেম্বর আমাকে আপনাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে হিমালয় কন্যা পঞ্চগড়ে পদায়ন করা হয়েছে। আপনারা নজিরবিহীনভাবে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আপনাদের ভালোবাসায় অভিভূত হয়েছি। 

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি উল্লেখ করে তিনি লেখেন, চাকরি জীবনের শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলেছি। পঞ্চগড়ে একটা লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে আসছি। সেই একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফেরত আসবো ইনশাআল্লাহ।

এর আগে, গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন দেয়া হয়।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা ইতোপূর্বে দুদকের পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেছেন।