বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২২:২১
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২২:২৮

বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই

মতিয়ার রহমান তালুকদার । ছবি : বাসস

বরগুনা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরগুনা-৩ (বরগুনা-আমতলী-তালতলী) আসনের সাবেক এমপি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান তালুকদার আর নেই। তিনি আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বরগুনা -২ আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মণি এবং বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা।