শিরোনাম

সিলেট, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষ নগরীতে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।
রায় ঘোষণার পরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
আজ দুপুর থেকে শহীদ মিনারে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। রায় ঘোষণার পর উপস্থিত শিক্ষার্থীরা রায়কে তাদের বিজয় হিসেবে অভিহিত করে উল্লাস প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।