বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ২০:১৮

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ

আজ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ। ছবি : বাসস

রাজশাহী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দেন।

মিষ্টি বিতরণের সময় এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন ও নাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনসিপি নেতারা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রদত্ত রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা দাবি জানান, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

এদিকে, বিএনপি নেতা নজরুল ইসলাম ও তার অনুসারীরা আজ বিকেলে পুঠিয়া এলাকায় হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে স্বাগত জানিয়ে সমাবেশ করেছেন।