শিরোনাম

পটুয়াখালী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পটুয়াখালীর বাউফলে ৫০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব পোনা অবমুক্ত করার জন্য দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় বিভিন্নস্থানে এসব পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে বাউফলের হোসনাবাদ দাসপাড়া সংলগ্ন খালে ২০০ কেজি, সুলতানাবাদ মাদ্রাসা সংলগ্ন খালে ১৬০ কেজি ও বগী বাজার সংলগ্ন খালে ১৪০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জলসম্পদ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইউএনও আমিনুল ইসলাম বলেন, জলাশয়ে পোনা অবমুক্তির মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য রক্ষা হবে এবং সাধারণ মৎস্যজীবীরা উপকৃত হবেন।
সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও পানি সম্পদ সুরক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।