বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৫

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

আজ শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু। ছবি : বাসস

শেরপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার নকলা উপজেলায় আজ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ‘ফিডিং’ কর্মসূচির আওতায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিদ্যালয়ে উপস্থিত ৪৭২ জন শিক্ষার্থীর মধ্যে ইউএইচটি দুধের প্যাকেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ ও রুজিনা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর শাহিনুর সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান উজ্জলসহ নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আজ থেকে নকলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ফিডিং’ কর্মসূচির আওতায় ‘মিড ডে মিল’ হিসাবে পাঠদানের দিনে উপস্থিত শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার হিসেবে বিনামূল্যে একটি করে বনরুটি, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট এবং সপ্তাহে ২দিন সেদ্ধ ডিম ও দেশীয় মৌসুমি ফল বা কলা সরবরাহ করা হবে।