বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৮:০১

বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে : জোনায়েদ সাকি

ছবি: বাসস

টাঙ্গাইল, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদ কায়দায় নির্বিচারে মানুষকে গণহত্যা হয়েছে, তার যথাযথ বিচার হবে এটা আমরা প্রত্যাশা করি। 

তিনি বলেন, আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে, তার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

তিনি আজ সোমবার সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তিই যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেদিকে সবার মনোযোগ দেওয়া দরকার। কোন-কোন সংস্কার হবে তা জনগণ ঠিক করবে। 

তিনি বলেন, মওলানা ভাসানী শৈশব থেকে আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম চলছে। মওলানা ভাসানীর সেই মুক্তির সংগ্রাম আমরা এখনো লড়াই করে চলেছি।

এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।