বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৪৭

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বরিশালে আনন্দ মিছিল 

বরিশালে আনন্দ মিছিল । ছবি : বাসস

বরিশাল, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতার্মীরা। তারা মোটর সাইকেলে করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

রায়কে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, রায়ে তারা সন্তুষ্ট, তবে অতিদ্রুত শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।

এ দিকে রায় ঘোষণার পর নগরীতে মিষ্টি বিতরণ করেন ছাত্র-জনতা। নগরীর কাকলীর মোড় এলাকা থেকে সাধারণ মানুষের মধ্যে এসব মিষ্টি বিতরণ করা হয়।