শিরোনাম

সুনামগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : যাদুকাটা-১ বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় সেইভ মেশিন ও নৌকা জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
আজ সোমবার সুনামগঞ্জ-২৮ বিজিবি থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সকাল ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ লাউরগড় বিওপির জেসিও-৯০২৫ সুবেদার মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবি সদস্যের একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে অভিযান চালায়।
এ সময় যাদুকাটা-১ বালুমহালের ইজারা বর্হিভূত স্থান থেকে সেইভ মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২০ ঘনফুট বালু, একটি সেইভ মেশিন, ৬টি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা ও ১টি বারকী নৌকাসহ মোট ১০টি নৌকা জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত সেইভ মেশিন, নৌকা ও মালামাল সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরাক্ষার পাশাপাশি লাউরগড় বিওপির সদস্যরা অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে।