শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ীরোববার রাতে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বাসসকে জানান, গত ৩৩ বছর ধরে জাকসু নির্বাচন না হওয়ায় এতদিন সিনেটে কোনো শিক্ষার্থী প্রতিনিধি ছিল না।
মনোনীত সিনেট সদস্যরা হলেন, জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রাকৃতি সংরক্ষণ সম্পাদক মো. সাফায়েত মীর।