শিরোনাম

দিনাজপুর, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগে ৩০ জন কর্মজীবী নারীদের মাঝে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩ টায় জেলা শহরে রামনগরে অবস্থিত সাধনা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা’র অর্থায়নে ৩০ জন কর্মজীবী নারীদের মাঝে প্রত্যেকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রামনগর অবস্থিত কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন গুলো উৎসব মুখর পরিবেশে বিতরণ করেন।
সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, নারীরা অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী হলে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। এনজিও ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তাদের সহযোগিতা করছেন। এভাবে দেশের তৃণমূল পর্যায়ে নারীরা কর্ম মুখী হয়ে নিজেরা স্বাবলম্বী হতে সক্ষম হবে।
অনুষ্ঠানে,অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন, সাধনা মহিলা উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম.এ সাঈদ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ডেভলপমেন্ট অরগানাইজেশনের নির্বাহী পরিচালক মো. সামিউল আলম সরকার ও রোশনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন নাহার।
এ সময় সভাপতির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, অস্বচ্ছল-অসহায় নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন নারীদের সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ৩০ জন উপকারভোগী নারীদের মাঝে সেলাই মিশন বিতরণ করা হলো। তারা এই সেলাই মেশিন কাজে লাগিয়ে কর্মসংস্থানে স্বাবলম্বী হবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও কর্মী শারমিন আক্তার সাথী।