বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৫

ফেনীতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ফেনী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায়  অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

গতকাল রোববার  রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  হাজারী রোডের মাথায় থেকে দুইজন কে  আটক এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটককৃতরা হলো, মো. রিমন  হোসেন (২০) কুমিল্লার সদর দক্ষিণের দাসপাড়ার ভুলইন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে ও শাহীন হোসেন শামীম (১৯)একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে।

র‌্যাব-৭ সূত্র বাসসকে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে  কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া মাইক্রোবাসে মাদক আসার খবর আসে।

গতকাল রাত ৯ টার দিকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথদল জেলা শহরের হাজারী রোডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ  তাদের আটক করে।

আজ সোমবার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত গাড়ি জেলা  মডেল  থানায় পুলিশের নিকট আজ দুপুরে হস্তান্তর করা হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মডেল থানা সুত্র জানিয়েছে।