বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩০

খুলনায় ওয়াশ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা

আজ খুলনায় ওয়াশ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা। ছবি ; বাসস

খুলনা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার পাইকগাছায় ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন, বাংলাদেশ’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।

সভয় সভাপতিত্ব করেন ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। অনুষ্ঠানে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য, ইউপি সদস্য, সাংবাদিকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পর্যায়ে পাইকগাছার খাস পুকুরসমূহের ইজারা বাতিল করে জনসাধারণের পানির জন্য উন্মুক্ত করা, ওয়াশ ও জলবায়ু বাজেটে যথাযথ বরাদ্দ নিশ্চিত করা, কাঠিপাড়া বাজারে পাবলিক টয়লেট স্থাপন, চিনামলা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহেরা নাজনীন বলেন, উপজেলায় রাজস্ব ও উন্নয়ন তহবিলের ১০শতাংশ ওয়াশ খাতে বরাদ্দ রয়েছে। গত বছর গভীর নলকূপ স্থাপন এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। চলতি বছর খেয়া ঘাটে পাবলিক টয়লেট স্থাপন এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন কেনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

তিনি বলেন, জনসাধারণের ব্যবহারের জন্য খাস পুকুরসমূহ উন্মুক্ত করতে সংশ্লিষ্ট সকল পুকুরের তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কপিলমুনি ইউনিয়নের চিনামলা গ্রামের জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ওয়াশ খাতের উন্নয়নে প্রশাসন, সিভিল সোসাইটি, বাজেট মনিটরিং ক্লাব ও ডরপ-এর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।