শিরোনাম

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ট্রলিব্যাগ থেকে বিদেশি সিগারেট ও বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স।
কাস্টমস সূত্র জানায়, ট্রলিব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে- ৩২৬ কার্টন বিদেশি মন্ড সিগারেট ও ৪৮টি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১১ লাখ ৪৮ হাজার টাকা।
আজ সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ করে আসা মো. রাকিবুল ইসলাম নামের এক যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়। একই ট্রলিব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৪৮টি নিষিদ্ধ বিউটি ক্রিমও উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক সিগারেট ডিএম মূল্যে জব্দ দেখিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। যেহেতু অভিযুক্ত যাত্রী প্রথমবার এমন অপরাধে জড়িত, তাই মুচলেকা নিয়ে মৌখিক সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।