শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদকসহ শামীম শিকদার (৩৯) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার বিকেলে উপজেলার বেতকা বাজারের আড়ৎ পট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম সিকদার উপজেলার উত্তর বেতকা গ্রামের জাহাঙ্গীর শিকদারের ছেলে।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতকা বাজারের আড়ৎ পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আধা কেজি গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ শামীম শিকদারকে গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।