শিরোনাম

পিরোজপুর, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আজ দুপুরে শহরের কাপড়িয়া পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শহরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালায়। সেখানে আসামি মো. মিজানুর জামানের বাসার শয়ন কক্ষে ওয়াড্রবের ভেতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০টি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।