শিরোনাম

শেরপুর, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
আজ রোববার বিকেলে পৌর মহিলা দলের উদ্যোগে শ্রীবরদী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ভোটারদের নিয়ে ওই উঠান বৈঠক হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ফরিদা হক দিপা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা সুমাইয়া আলমসহ উপজেলা এবং ওই ইউনিয়ন মহিলা দলের নেতারা।