বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ২০:৫০

ঝিনাইদহে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ বিএনপির ৩১-দফা বাস্তবায়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকাল সাড়ে ৫টায় কালীগঞ্জ উপজেলার বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময় কালীগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, জাবেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ কর্মিসভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।