বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ২০:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে এ আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা-নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন: AMERICAN EXPERESS, VISA. DBBL, NEXUX, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে অনলাইনে এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।

ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে-স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই।

আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে। ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র ১ হাজার ২০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্যকোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।