শিরোনাম

পটুয়াখালী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের নাজিরপুর তাঁতের কাঠির বাকলা বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নির্দেশনায় বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশের সভাপতিত্বে এ পথসভা করা হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার সাবেক সদস্য সচিব ওয়ালিউর রহমান।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলাল আকন, নাজিরপুরের প্যানেল চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমা প্রমুখ।