শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাসের ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ সালের এইদিনে মহান মুক্তিযুদ্ধের অসীম সাহসী গেরিলা ও সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ‘দাস পার্টি’ খ্যাত জগৎজ্যোতি দাস শহীদ হন।
দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি লেখক ও গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রকিব তারেক ও সহকারী অধ্যাপক আহসান শহীদ আনসারী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ এডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট এ আর জুয়েল, কার্যনির্বাহী সদস্য সুরঞ্জিত গুপ্ত রঞ্জু প্রমুখ সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের চারজন শিক্ষার্থী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস, বীর মুক্তিযোদ্ধা শহীদ গিয়াস, বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আসগর। এই চারজন শহীদের মধ্যে জগৎজ্যোতি দাস পাকিস্তানীদের কাছে আতঙ্কের নাম ছিলো, কারন তিনি ‘দাস পার্টি’র নেতৃত্বে ছিলেন। নতুন প্রজন্মের কাছে এই বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা তুলে ধরতে হবে।