বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৮

পরিবেশ রক্ষায় খুলনায় বিএনপি প্রার্থীর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 

খুলনায় বিএনপি প্রার্থীর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ।ছবি : বাসস

খুলনা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ রক্ষায় জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন বংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল। 

তিনি আজ বেলা ১১টায় খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘একটি বাড়ি, একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার’ শীর্ষক স্লোগান নিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে আজিজুল বারী হেলাল বলেন, গ্রামীণ অর্থনীতি বাঁচাতে সবুজায়ন ও পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি একটি করে গাছ রোপণ করে তা পরিচর্যা করেন তাহলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারবো। খুলনার তেরখাদার মানুষের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনের জন্য বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। 

তিনি বলেন, ‘তেরখাদার মানুষের ভাগ্য উন্নয়ন আজ থমকে আছে। শিক্ষার মানোন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য, সড়ক যোগাযোগ এবং তরুণদের কর্মসংস্থান কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উন্নয়ন নেই। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজন জনগণের সরকার। প্রয়োজন বিএনপি সরকার। সুযোগ পেলে আমরা তেরখাদাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবো।’

বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচির আগে তিনি তেরখাদা বাজারের বিভিন্ন দোকানপাটে কুশল বিনিময় করেন এবং জনগণের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, তেরখাদা উপজেলা বিএনপি'র সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, কামরান হাসান,

বুলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নান্টা মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।