বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫০

রাঙ্গামাটিতে বিএনপি’র মতবিনিময় ও গণসংযোগ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার লংগদু উপজেলায় আজ স্থানীয় বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচী পালিত হয়েছে। 

আজ রোববার সকালে উপজেলার মাইনীমুখ বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচীতে জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দীন চেয়ারম্যান ও যুগ্ম-সম্পাদক আলী বাবর, উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখসহ জেলাা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মত বিনিময় সভা শেষে তিনি দীপেন দেওয়ান দলীয় নেতা- কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।