শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।
আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার, স্থানীয় সরকার উপরিচালক (ভারপ্রাপ্ত) মতিউর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, শিক্ষা প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা জেলা চিকিৎসা ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্বভাবে কাজ করার পরামর্শ দেন। এছাড়া, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়।