শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত ২ পথচারী নিহত হয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় মাওয়ামুখী একটি অ্যাম্বুলেন্স অজ্ঞাত এক পুরুষ পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪২ বছর।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে হাসাড়ার ওমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল অজ্ঞাত আরেক পুরুষ পথচারীকে ধাক্কা দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
তথ্য নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দুর্ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।