বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৩১

নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত

শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেঘনা নদীতে মাছের পোনাপোনা অবমুক্ত করেন। ছবি: বাসস

নরসিংদী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনা অবমুক্ত করেন। নরসিংদী রোটারি ক্লাব এ আয়োজন করে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নদ-নদী আমাদের প্রাণ। জলজ জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাবের এই উদ্যোগ শুধু মাছের উৎপাদনই বাড়াবে না, স্থানীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকা সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোনা অবযুক্তকরণের পর নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ডিসি। 
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের খোঁজ নেন এবং সরকারের জনসেবাগুলো দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরিষদের দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশ দেন।