শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিনচালিত দুই ট্রলির সংঘর্ষে মোংলু আলী (৬০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার কারবালা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোংলু আলী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মর্দানা গ্রামের মৃত কশিমুদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে শিবগঞ্জ বাজারের দিক থেকে ২টি ট্রলি একসঙ্গে দ্রুতগতিতে যাচ্ছিল। কারবালা মোড় এলাকায় ওভারটেকিং করার সময় অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে দুটি ট্রলির সংঘর্ষে চালক মোংলু পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে মোটরসাইকেল আরোহীকে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, থানায় অভিযোগ না দেওয়ায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।