বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১৩:২৭

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় মো. জিহাদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদের গ্রামের জাকের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিহাদ তার অসুস্থ মামাকে দেখতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মধুপুর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা ধনবাড়ী গামী বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।