শিরোনাম

খুলনা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কোনো ষড়যন্ত্র বাধাগ্রস্ত করতে পারবে না। কারণ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান এবং জনগণের ঐক্য ইতোমধ্যেই সামনের পথ নিশ্চিত করেছে।
গতকাল শনিবার বিকেলে খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের সমর্থনে শ্রমিক দল, নগরীর খানজাহান আলী থানা ইউনিট এ সমাবেশের আয়োজন করে।
স্বপন বলেন, গত ১৭ বছর ধরে দেশের নির্বাচন ব্যবস্থা একটি ‘বিদ্রূপ’-এ পরিণত হয়েছে। এ কারণে ছাত্র ও যুবসমাজ জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। পরবর্তীতে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে স্বপন বলেন, প্রধান উপদেষ্টা জাতিকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যা জনসাধারণের উদ্বেগ দূর করতে সাহায্য করেছে।
তিনি সতর্ক করে বলেন, যারা নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করবে বা বাধা সৃষ্টি করবে তাদের গণতন্ত্রের পাশাপাশি দেশের শত্রু হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট সকলকে ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে রকিবুল ইসলাম বকুল হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় শিল্প বন্ধ করে সম্পত্তি অবৈধভাবে বিদেশে স্থানান্তর করা হয়েছে। নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।