শিরোনাম

বাগেরহাট, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার কুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু তালহা গ্রামের রাজীব শেখের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলতে খেলতে তালহা অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।