শিরোনাম

ফরিদপুর, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, গ্রাম গঞ্জে ডেটা সেন্টার স্থাপন ও কল সেন্টার স্থাপন করে ব্যাপক কাজের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আজ ফরিদপুর সদর উপজেলার কনফারেন্স রুমে ফরিদপুর ডিভিশনাল বিজনেস আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,ব্যবসাকে সহজ করার জন্য যতগুলো আইন বদলাতে হবে বা পরিবেশ বদলাতে হবে বা বিনিয়োগ বাড়াতে হবে-সবকিছু করার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথমদিন থেকেই সিদ্ধান্তের বাস্তবায়ন করবে, আর সে লক্ষ্যেই বিএনপি এখনই বিভিন্ন শ্রেণী -পেশার মানুষের মতামত গ্রহণ করছে।
তিনি আরো বলেন, বিগত দিনে এদেশে যে রাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে তা ছিলো পৃষ্টপোষকতার অর্থনীতি। নিদিষ্ট কিছু লোকের হাতে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষমতা সবকিছু পুঞ্জীভূত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতি কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেন, তাদেরকে নতুন পথে হাঁটতে হবে, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। দেশের সকল মানুষের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়াতে হবে।
এ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপ্যারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অর্থনীতিবিদ রাশেদ আল মামুন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসনে মিয়া, জেলা বিএনপির আহবায়ক মোদারেছ আলী ইসা, নায়াব ইউসুফ, ফারিয়ান ইউসুফসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবাসয়ী নেতৃবৃন্দ।