বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ২০:২৮

পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন

চা চাষীদের সম্মেলন। ছবি : বাসস

পঞ্চগড়, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষীদের নিয়ে চা চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনভর পঞ্চগড় সরকারি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরে আলোচনাসভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা, পঞ্চগড় চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং সাংস্কৃতি পরিবেশনা পরিবেশিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। 

পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মানিক উদ্দীন, চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, চা চাষী আহসান হাবিব সরকার প্রমুখ।

বক্তারা জানান, গত একবছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেয়ায় ঘুরে দাঁড়িয়েছে সমতলের চা শিল্প। কাঁচা চা পাতার দাম কেজি প্রতি ১৭ টাকা থেকে ৩০ টাকারও বেশি দরে এখন বিক্রি হচ্ছে। ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারে কদর বেড়েছে পঞ্চগড়ের চায়ের।

এসময় তারা আগামীদিনে চা শিল্পের আরও বিকাশে চা চাষী ও কারখানার মালিকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।