শিরোনাম

লক্ষ্মীপুর, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাম্প্রতিক লকডাউন আহ্বান এবং সহিংস ঘটনার পেছনে কিছু গুপ্ত রাজনৈতিক শক্তি কাজ করছে, যাদের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনকে ব্যাহত করা।
লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয়ে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, কিছু মহল ডিজিটাল বিভ্রান্তি, অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, যা অতীতের হরতাল-অবরোধের পুনরাবৃত্তি।
ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে এ্যানি বলেন, স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনীতির অংশ হিসেবে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম. ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমুসহ স্থানীয় নেতারা।