বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ১৯:২২

নরসিংদীতে চর এলাকার কৃষকদের প্রশিক্ষণ

ছবি : বাসস

নরসিংদী, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অধীনে কৃষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার শহরের বাজির মোরস্থ খামারবাড়িতে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাক্ষর চন্দ্র বণিকের পরিচালনায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. রাকিব হাসান, অতিরিক্ত উপ-পরিচালক সালাউদ্দিন টিপু ও সুব্রত কান্তি দত্ত প্রমুখ। 

চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অধীনে সদর উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলার চর এলাকার ৬০ জন কৃষক-কৃষানী এতে অংশগ্রহণ অংশ করেন। পরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।