বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ১৭:১৯

সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী

শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলায় আজ শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  

আজ শনিবার দুপুরে কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। 

কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এড. শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন সহ ১২ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।