শিরোনাম

নওগাঁ, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ সদর উপজেলা শাখা কৃষকদলের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
কৃষকদলের সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
কৃষকদলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকছেদ আলী মন্ডলের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল ও সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ম আহ্বায়ক এস এম সাহিদুজ্জামান সোহান, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো প্রমুখ।
এ বর্ধিত সভায় জেলার ১১টি উপজেলা থেকে আগত কৃষকদলের প্রায় পাঁচহাজার সদস্য উপস্থিত ছিলেন।