শিরোনাম

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ চলছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজনে করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল (আইকিউএসি)।
আজ (শনিবার) সকাল ৯ টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে কারিগরি অধিবেশন ১ পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং কারিগরি অধিবেশন ২ পরিচালনা করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. নূর কুতুবুল আলম।
বিশ্ববিদ্যালয়ের গ্রেড ৯-তদূর্ধ্ব কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন।