বাসস
  ১৫ নভেম্বর ২০২৫, ১৩:২২

রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

আজ রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে । ছবি : বাসস

রাজবাড়ী, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস। ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গতকাল সারাদেশে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সকালে রাজবাড়ীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।  রাজবাড়ী ডায়াবেটিক সমিতি জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস আজ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই রোগ শুধু একজন ব্যক্তির নয়, এটি কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার ওপরও প্রভাব ফেলছে। ডায়াবেটিস হলে আতঙ্কিত হবার  কোনো কারণ নেই। শুধু নিয়ম মেনে খাওয়া-দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

বক্তারা ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানস্থলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। কর্মসূচিতে চিকিৎসক, নার্স, ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অপূর্ব রায়, মেডিক্যাল অফিসার ডা. হাসমা ওরফে তৃষা, ডায়াবেটিক সমিতির রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. ওয়াজিউল্লাহ মন্টু, কার্যনির্বাহী পরিষদের সদস্য হাজী মো. দেলোয়ার হোসেন, আবু দাইয়ান মুহাম্মদ জাহাঙ্গীর এবং মো. আইনুদ্দিন শেখ।