শিরোনাম

কুড়িগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাসের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম সাহিত্য পরিষদ এ সভা আয়োজন করে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর (অব.) ড. গাজী রহমান, ডি.লিট।
ড. গাজী রহমান বলেন, ‘সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্ঠাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য সমাজকে ভাবায়, মানুষকে জাগায় এবং পরিবর্তনের পথ দেখায়।’
তিনি বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করে। তিনি সমাজ নির্মাণে লেখকদের সৃজনশীল প্রতিভাকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।
কবি ও ছড়াকার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বজলুর রশীদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মো. আবু জোবায়ের আল মুকুল ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন এবং কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব নিয়ে গভীর আলোচনা হয়।