বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৫:০৪

খুলনায় কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়

ছবি : বাসস

খুলনা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনার জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিদায়ী জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, তিনি খুলনা জেলার জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কাজের ক্ষেত্রে কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এবং আসন্ন জাতীয় নির্বাচনের সময় সকল কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

সভায় খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।